মোঃ মোশারফ হোসেন কবির,আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সহায়তায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের বিজ্ঞান ও গনিত বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকালে স্থানীয় দেবগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ আলম। এতে উপজেলার ২৫টি মাধ্যামিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে গনিত বিভাগের ১জন ও বিজ্ঞান বিভাগের ১জন করে মোট ৫০জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহন করেন। ১৭ই আগষ্ট থেকে ২০ই আগষ্ট পর্যন্ত প্রতিদিন প্রশিক্ষণ চলবে সকাল ০৯টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত। বিজ্ঞান বিভাগের প্রশিক্ষণ প্রদান করবেন, আশুগঞ্জ সোহাগপুর আছিয়া সাফিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব চন্দ্র রায় ও ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ মুন্সী। গনিত বিভাগে প্রশিক্ষণ প্রদান করবেন, চিনাইর আঞ্জুমানারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলী আক্কাস ও আশুগঞ্জ হাজ্বী আব্দুল কুদ্দুস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃশওকত আকবর খাঁনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ মাহফুজুর রহমান, প্রশিক্ষনার্থী ও আখাউড়া টেকনিক্যাল আলীম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ রাকিবুল ইসলাম, কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ পারভিন আক্তারসহ আরো অনেকে।