বুল্লা একতা প্রবাসি সংঘটনের উদ্যোগে নগদ অর্থ ও বাসস্থান পুর্ন নির্মাণ

0
812

নিজস্ব প্রতিনিধি.ব্রাক্ষনবাড়িয়া বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের বুল্লা একতা প্রবাসী সংঘটনের পক্ষ থেকে
অসহায় ও দরিদ্র পরিবারকে নগদ অর্থ ও একটি বাসস্থান ও একটি সেনেটারি লেট্রিন এর পূর্ন নির্মাণ করে দেন। আরো একটি দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য নগদ অর্থ দিয়ে সাহায্য করেন।

আজ ২০ আগস্ট রোজ বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় বুল্লা বাজারে এ সংঘটনের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ পরে সংগঠনের পক্ষ থেকে বলা হয় বুল্লা একতা প্রবাসী সংগঠন এটি একটি সেবামূলক সংগঠন এ সংগঠনের প্রবাসীদের অর্থের মাধ্যমে আমাদের এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে চাই। এ সংঘটনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সংঘটনের দেশে থাকা সদস্যরা।