আখাউড়ায় মনিয়ন্দ গ্রামে ব্যাক্তিগত অর্থায়নে রাস্তা পাকা করল যুবলীগ নেতা ইকবাল সরকারের পরিবার।

0
1035

মোশারফ হোসেন কবির আখাউড়া,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দক্ষিণ মনিয়ন্দ মংলামুড়া সরকারবাড়ী সংলগ্ন কাচা রাস্তাটি সম্পুর্ণ ব্যাক্তিগত অর্থায়নে পাকা করে দিলেন, ইকবাল সরকার ও তার প্রবাসী ভায়েরা। জানাগেছে এই সড়কটি দিয়ে বর্ষা মৌসুমে এই পাড়ার লোকজনের বাড়িতে আসা-যাওয়া করতে অসুবিধা হত।

পাশদিয়ে যাওয়া পিচ রাস্তা থেকে এটি অপেক্ষাকৃত উচু হওয়া এবং বৃষ্টির পানিতে রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল হওয়ার ফলে পায়ে হেটে অথবা মোটর সাইকেল দিয়ে যাওয়া ছিল বিপদজনক। ইউনিয়ন যুবলীগ নেতা ইকবাল সরকার জানিয়েছেন, এই সমাজের।সকলের চলাচলের স্বার্থে আমরা ছয় ভাই মিলে বিশেষ করে সৌদিআরব প্রবাসী ইসহাক সরকার ও জয়নাল সরকারের পরামর্শে ও আমাদের পরিবারের অর্থায়নে দীর্ঘ প্রায়১৫০ফুটেরও বেশী দৈর্ঘ্য ও নয় ফুট প্রশস্ত রাস্তাটি রড ব্যাবহার করে ৫ইঞ্চি সিসি ঢালাই এর মাধ্যমে পাকা করা হয়েছে। রাস্তার পাশ দিয়ে বৃষ্টির পানি প্রবাহের জন্য একটি স্থায়ী পাকা ড্রেনও তৈরী করা হয়।তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাদের প্রতিবেশীরা। তাদের এই কার্য্ক্রম দেখে অনেক বিত্ত্ববান ও ধনাঢ্য ব্যাক্তিরা এই ধরণের কাজে আরো বেশী উৎসাহিত হবে এমনটায় প্রত্যাশা সকলের।