ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা পরিষদ এর উদ্যোগে নারীকে স্বাবলম্বী করার অংশ হিসেবে উপজেলার ২০ জন নারীকে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।
আজ (২৪সে আগস্ট) সোমবার সকাল ১১.০০ টায় উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব কে.এম. ইয়াসির আরাফাত, উপজেলা নির্বাহি অফিসার, বিজয়নগর তিনি বলেন, বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি মনের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবেতবেই মানবজীবনের স্বার্থকতা।
তিনি অাশা প্রকাশ করেন এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হয়ে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সাবিত্রী রাণীর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মাহমুদুর রহমান মান্না, বিজয়নগর উপজেলা প্রেস ক্লাব সভাপতি জনাব মৃণাল কান্তি চৌধুরী লিটন,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো মামুন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীগণ।