আখাউড়ায় আইনমন্ত্রীর মায়ের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।

0
773

আখাউড়া প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন কবির. ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায়  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আনিসুল হক এমপির মা ও প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল হকের সহধর্মিণী মুক্তিযোদ্ধা জাহানারা হকের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা উপজেলার মোগড়া ইউনিয়নের  দুর্জয়নগর নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়ার আয়োজন করেন মোগড়া ইউনিয়নের জাংগাল গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ও বিশিষ্ট দানবীর মোঃআবুল কাশেম। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আলামিন রাজ্জাক সাহেব। দোয়া ও মিলাদে কয়েকশত মুসল্লী অংশ গ্রহন করেন। এসময় উপস্থিত সকল মুসল্লীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। পরে স্থানীয় কবরস্থানের বাউন্ডারী কাজের অগ্রগতি দেখার জন্য কবরস্থান পরিদর্শন করেন অবসর প্রাপ্ত সেনা সদস্য আবুল কাসেম। তখন সকলকে নিয়ে কবরবাসীদের নাজাতের জন্য দোয়া বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি ও সাবেক মেম্বার হাজী আবু সাইদ , সাবেক মেম্বার আবু বক্কর, সমাজ সেবক আব্দুল ছাত্তার মোল্লা, আবুল কাশেম মোল্লা এবং এলাকার গনন্যমান্য ব্যাক্তি বর্গসহ আরো অনেকে।