বিজয়নগরের মোহাম্মদ আব্দুল কাইয়ুম নামের এক ব্যবসায়ী নিখোঁজ।

0
909

নিজস্ব প্রতিনিধি,,ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা হরষপুর  ইউনিয়ন  ৯নং ওয়ার্ডের নয়াহাটি গ্রামের মোহাম্মদ আব্দুল কাইয়ুম(৫০) নামের এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।


পরিবার সূত্রে জানা যায় গত ০৮/০৯/২০২০ই তারিখে
মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও উনার স্ত্রী সহ ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন চান্দুরা বাস স্টেশন  আসার পর
উনার স্ত্রীকে  বাড়ির উদ্দেশ্যে সিএনজিতে তুলে দেন পরে।
মোহাম্মদ আব্দুল কাইয়ুম উনি চান্দুরা থেকে হরষপুর দেওয়ান বাজার সাপ্তাহিক গরু বাজারের গরু কিনার উদ্দেশ্যে রওনা হন সাথে বেশ কিছু টাকা ছিল। তারপর থেকে উনার কোনো খোঁজ পাওয়া যায়নি উনার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

উনার পরিবার অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মিলেনি ০৮/০৯/২০২০ই তারিখ থেকে মোঃ আব্দুল কায়ুম নিখোঁজ রয়েছে।  কোনো হৃদয়বান ব্যক্তি এই হারানো ব্যক্তির সন্ধান পান  জরুরী এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।  ০১৭১৫২১৬৯৮৬