আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজ পরিদর্শণ করলেন-রেলমন্ত্রী, আগামী মার্চের মধ্যে শেষ হচ্ছে নির্মাণ কাজ।

0
648

আখাউড়া প্রতিনিধি মোশারফ হোসেন কবির,,,
আখাউড়া আগরতলা রেলপথটি বাংলাদেশ ও ভারতের জন্য অত্যেন্ত গুরুত্ব পূর্ণ, বিশেষকরে ব্যাবসা বানিজ্যের জন্য এবং এই অঞ্চলের সংঙ্গে ভারতের মূল ভূখন্ডে সহজে আসা যাওয়ার করা এই পথটি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আর এই প্রকল্পটি আগামী মার্চের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন, রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, দুপুরে আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে রেল মন্ত্রী এ কথা বলেন। ইতোমধ্যে প্রকল্পের ৫০ভাগ কাজ শেষ হয়েছে বলেও মন্ত্রী জানান।

রেললাইন পরিদর্শনের সময় প্রকল্প পরিচালক সুভক্ত গীন, টিম লিডার রামন সিংলা, প্রজেক্ট ম্যানেজার বাসকর বকসী, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে রেলমন্ত্রী সড়ক পথে আখাউড় হয়ে আজমপুর রেল ষ্টেশন থেকে রেল পথে ঢাকা যাওয়ার কথা রয়েছে।