ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত অভিযানে ২৮৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জুম্মান নামে শীর্ষ মাদক ব্যবসায়ীর সহযোগী কে আটক করেছে বিজিবি জওয়ানরা। গত শনিবার রাত ১০টায় মাদকসহ আটক করা হয় খোকন মিয়া নামে এক মাদক কারবারীকে। এই ঘটনায় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী জুম্মান।
জানাযায়, গত ১২ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে উপজেলার ২৫ বিজিবির ফকিরমোড়া বিওপির টহল কমান্ডার মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে একটি টহল দল টহল পরিচালনা করে আব্দুল্লাহ পুর নামক এলাকা থেকে পৌর শহরের রাধানগর গ্রামের মৃতঃ আব্দুল হাশিমের ছেলে মোঃ খোকন মিয়া(২৫) এবং দ্বিজয়পুর গ্রামের মৃতঃ মোখলেছুর রহমানের ছেলে মোঃ জুম্মন মোল্লা (৩৫) কে আটক করা হয়। এসময় খোকন মিয়ার কাছ থেকে ১০০ এবং পলাতক আসামী ফেলে যাওয়া চটের বস্তায় ১৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা।
বিজিবি কর্তৃপক্ষ সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।