ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের ষাটোর্ধ এক বৃদ্ধার নামাজ ঘরের পুরাতন ফ্যানটি পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় নামাজ পড়তে কষ্ট হচ্ছিল।
পরে খবর পেলেন বৃদ্ধার পাশের বাড়ির সোহেল নামে এক যুবক তিনি খবরটি জানান” উপজেলার শীর্ষ ও সুনামধন্য প্রবাসী সংগঠন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন” এর সহ-দপ্তর সম্পাদক দ্বীন ইসলাম খাঁন কে তিনি ওই বৃদ্ধা মায়ের নামাজ ঘরের জন্য একটি সিলিং ফ্যান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে একটি পোষ্ট করেন অতঃপর কয়েক মিনিটের মধ্যেই সুদুর সিঙ্গাপুর থেকে আখাউড়া উপজেলার চাঁনপুর গ্রামের রুমান ভূইয়া নামে এক প্রবাসী মেসেঞ্জারে ফোনে ওপাশ থেকে জানান দেয় তিনি ওই বৃদ্ধা নামাজী মায়ের নামাজ ঞরের জন্য একটি ফ্যান কেনার টাকা দিবেন বলার কিছুক্ষণ পরেই টাকা পাঠালে সেইটাকা দিয়ে ওই মায়ের জন্য একটি ফ্যান কিনে তা আজ ১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে রুমানের পাঠানো টাকায় কেনা সিলিং ফ্যানটি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের মাধ্যমে তুলে দেয়া হয়।
ওই বৃদ্ধা বলেন, গত কদিন যাবত ভ্যাপসা গরমে নামাজ ঘরে নামাজ পড়তে খুব কষ্ট হচ্ছিল। আমার আগের ফ্যানটি ছোট জালি ফ্যান সেটি কদিন পর পর নষ্ট হয়ে যায় কিন্তু এবার একেবারেই নষ্ট হলো পুড়ে গিয়ে যা আর মেরামত করা সম্ভব না। তাই একটি ফ্যানের খুব প্রয়োজন ছিলো। আমি খুব খুশি ফ্যান পেয়ে দোয়া করি সেই মায়ের সন্তানের জন্য যে কিনা বিদেশে এত কষ্টের মাঝে থেকেও আমার কষ্টের কথা শুনে ফ্যানটি পাঠিয়েছে।