মোঃ মোশারফ হোসেন কবির আখাউড়া প্রতিনিধি..
আখাউড়ায় নয়াদিল বাইতুল ছালাম জামে মসজিদের আজ ২৫ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গটন করা হল, ২০১৮ সালের শেষের দিকে নতুন নতুন কমিটি হয় এই কমিটির উপর বিভিন্ন কারণে আস্তা ছিল না অনেক মুসল্লির তাই দীর্ঘ এক বৎসর যাবত এডহক কমিটি মসজিদটি পরিচালনা করে আসছে, এ নিয়ে পুরাতন কমিটি একটি অংশ ও নতুন কমিটির করার পক্ষের মুসল্লীদের মধ্যে কথার দাওয়া পাল্টা দাওয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল, গ্রামের লোকজন মুখ খুলে না বল্লেও ধারণা করেছিল যে কোন সময় দু’পক্ষই জরিয়ে যেতে পারে রক্ত ক্ষয়ি সংঘর্ষে এ খবর প্রসাশনেরও কর্ণ গোচর হয়, তাই আখাউড়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসূল আহমদ নিজামী।
১১সেপ্টেম্বর শুক্রবার এই মসজিদে নামাজ আদায় করেন ও মাদক র্নিমুল ও মসজিদ কমিটির বিশৃঙ্খলা ফিরে আনতে নানা উপদেশ মুলক বক্তব্য দেন,তারই সূত্র ধরে নয়াদিল গ্রামের উত্তেজনা নিরসনে লক্ষ্যে অত্র গ্রামের বিসিষ্ট সমাজ সেবক এম এ মতিনের নেতৃত্বে ছোট্টন মিয়া, বাবুল মিয়া মালেক মিয়াকে নিয়া অদ্য ২১ সেপ্টেম্বর নয়াদিল মসজিদে নয়াদিল গ্রামের সকল মানুষের সম্মনয়ে এক সভার আয়োজন করেন এতে সর্বসাধারনের সম্মতি ক্রমে গত২২ সেপ্টেম্বর ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এতে সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব হারেজ মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আবু হানিফ মোল্লা, হিসাব রক্ষক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ সোলায়মান মিয়া, এই কমিটি অত্র গ্রামের সর্বস্তরের মানুষ সমর্থন দিয়েছে, কমিটির উদক্ত্যা এম এ মতিন বলেন, আমি খুব কমই দেশে থাকি, গত কিছুদিন আগে গ্রামে এসে মসজিদ কমিটি নিয়ে আমার মনে হল একটা চরম উত্তেজনা চলছে তাই আমি বাবুল মিয়া, ছোট মিয়া, সহ আরো কয়েক জনকে নিয়া গত ১৯ সেপ্টেম্বর নয়াদিল গ্রামের সকলকে নিয়া এক সভা করি সভায় গ্রামের মানুষ মসজিদ কমিটি চায় বিশৃঙ্খলা চায় না তাই গত ২১ সেপ্টেম্বর ২৫ সদস্য মসজিদ কমিটি করে দিতে পেরে আমি খুব আনন্দ অনুভব করছি এই গ্রাম মাদকমুক্ত ও সমাজে বিশৃঙ্খলা মুক্ত হোক এই আমার কামনা। নব কমিটির সভাপতি হাজী হারেজ মিয়া, সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা কোষাধক্ষ্য সুলাইমান মিয়া, তারা বলেন আল্লাহর ঘরের যে দায়িত্ব আমাদের উপর পড়েছে তাহা যেন সর্বাঙ্গীণ ভাবে পালন করে যেতে পারি সেজন্য আল্লাহর সাহায্য কামনা করি, এবং সকলের সাহায্যে ও দোয়া কামনা করি।