মোশারফ হোসেন কবির,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ ও আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক জয়নাল আবেদীনের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন জেলা ও উপজেলা সহকারী শিক্ষক সমিতি।
আজ ২৬ শে সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ টায় বিদায়ী অধ্যক্ষ জয়নাল আবেদীনের নিজস্ব বাসভবনে এ সৌজন্য সাক্ষাত অনুষ্টিত হয়। গত কয়েকদিন আগে তিনি কলেজের চাকুরী শেষ করে বিদায় নেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি মোঃ শাহজালাল, জেলা ও উপজেলা সহকারী শিক্ষক সমিতির মহিলা সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ সেকের মিয়া, সেক্রেটারী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবদুল হাই, শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
সাক্ষাত শেষে সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন বিদায়ী অধ্যক্ষ।
