কুড়ুলগাছি সীমান্তে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু!

0
531

স্টাফ রিপোর্টার :

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে লাল্টু (৯ ) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার( ২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লাল্টু কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রসঙ্গগত ৪ দিন আগে লাল্টু তার নানার বাড়ি ঠাকুরপুর গ্রামের আজিজুল হক সদার মেম্বার এর বাড়ি বেড়াতে গিয়ে ছিলে। শনিবার ১২ টার দিবে অন্যান্য দিনের মতো শিশুদের সাথে নানা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। এ সময় সাথে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে লাল্টুর মরাদেহ উদ্ধার করে। বিকেলে লাল্টুর লাশ তার নিজ বাড়িতে নেয়া হয়। লাল্টুর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তালায়া তাকে জান্নাতুল
ফেরদৌস দান করুন-আমিন।