ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ

0
672

সিলেটের এমসি কলেজে এবং খাগড়াছড়িতে আদিবাসী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জেলা শহরের টিএ রোড রেল গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় শেষ হয়। এসময় ছাত্রদলের নেতা কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে। প্রতিটি ধর্ষণের ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনটির নেতারা।

বক্তারা এসময় অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামিদের ধরতে কোনোভাবেই দায় এড়াতে পারে না। প্রতিটি ঘটনারই আইনি প্রক্রিয়া দ্রুত বিচার ট্রাইবুন্যালে শেষ করার দাবি জানান ছাত্রদল নেতারা। সমাবেশে ছাত্রদল কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।