গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পালন করা হয়েছে।
সোমবার (২৮সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী সহ বিভিন্ন দপ্তরে প্রধানগগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া কামনা ও মিষ্টি বিতরণ করা হয়।