নিজস্ব প্রতিনিধি,, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর -২০২০ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ক্ষুদ্র পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে ও উপস্থিত সবার মুখে মাস্ক পরিধান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিজয়নগরের আয়োজনে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত, উপজেলা প্রকৌশলী মো: আনিছুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, সমাজসেবা অফিসার আফরোজা আফরিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( এলজিইডি)র মাঠ পর্যায়ের সকলে উপস্থিত ছিলেন।