ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব-২০২০ যথাযথ ভাবে পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ রোববার( ৪ অক্টোবর) সকাল ১১ টায় শ্রী শ্রী গৌর মন্দির প্রাঙ্গণে যথাযথ ভাবগাম্ভীর্যের সহিত সামাজিক দূরত্ব বজায় রেখে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া -১ সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।
ভারপ্রাপ্ত সভাপতি অনাথ দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী, থানা অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম আরিছুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, শ্রী শ্রী গৌর মন্দির কমিটির সভাপতি কাজল জ্যোতি দত্ত, পূজা উদযাপন পরিষদের সদস্য অরুণ জ্যোতি ভট্টাচার্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ফিল্ড সুপার ভাইজার দেবব্রত ব্যানার্জী। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ভানু চন্দ চন্দ, সহ সভাপতি শ্রীবাস দাশ, স্বরজিৎ দাস, চন্দ্র শেখর কর্মকার, প্রার্থ প্রতিম সোম, কার্তিক চন্দ্র দাস, বিজয় দাস, সুরঞ্জন দেবনাথ প্রমুখ।
সভায় ১৩ টি ইউনিয়নের সকল পূজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।