ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম।
আজ রোববার (১১অক্টোবর) দুপুরে মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম
বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের উথারিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা, ৬৬ বোতল ফেন্সিডিল, কোডিন মিশ্রীত এসকাফ সিরাপ ৪৫ বোতল মাদক উদ্ধার করে।
এ সময় সিংগারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকার মৃত নগেন্দ্র পালের ছেলে লিটন পাল (৩৮) গ্রেপ্তার করা হয়।
পরে আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।