নাসিরনগরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

0
581

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস -২০২০ উপলক্ষে দূর্যোগ প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মমঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১ ঘটিকায় “দুর্যোগ ঝুকি হ্রাসের সুশাসন নিশ্চিত করবে ঠেকসই উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগর ফায়ার সার্ভিস কর্তৃক বিভিন্ন স্থানে অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে কিভাবে নিরাপত্তায় থাকা যায় এ বিষয়ে মহড়া প্রদর্শন করেন।

উক্ত মহড়া উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা আশরাফী।

মহড়া প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী হায়দার খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহকারী প্রোগ্রামার প্রকৌশলী শুভেন্দু হালদার, সমাজ কল্যাণ কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

মহড়ার শেষে অফিসার্স ক্লাবে মুজিববর্ষ উপলক্ষে ৮৯৯৫৮০০ টাকা ব্যয়ে নাসিরনগর উপজেলায় দুর্যোগে সহনীয় ৩০ টি ঘরের চাবি ঘরের মালিকের নিকট হস্থান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা আশরাফী।