“দুর্যোগ ঝুঁকি হ্রাসের সুশাসন নিশ্চিত করবে ঠেকসই উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন – ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ এবং সাংবাদিকবৃন্দ।