বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে বিজয়নগর থানা পুলিশের মতবিনিময়

0
643

বিজয়নগর থানার আয়োজনে আসন্ন দুর্গাপূজাকে শান্তি শৃঙ্খলা ভাবে উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপ এর সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪অক্টোবর) বুধবার ১১ টায় বিজয়নগর থানার হলরুমে উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজ্জামেল হোসেন।বিজয়নগর থানার অফিসার ইনচার্স মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে ও এসআই মোঃ মাহমুদ রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ ফয়সল আহাম্মদ, বিজয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সরকার,সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরীসহ উপজেলার ৫২ টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দের মাঝে শান্তিশৃঙ্খলা রক্ষা করে কিভাবে পূজা উদযাপন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।