“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস ২০২০ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জনাব আমান উল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট দুর্যোগের সময়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন খুবই তাৎপর্যপূর্ণ।
তাই পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান সহ সর্বক্ষেত্রে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।