ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে অর্থদন্ড

0
699

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনকে অর্থদণ্ড করা হয়েছে।

আজ রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নির্দেশ অমান্য করায় ৪ জনকে ৪টি মামলায় ১৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান।

এসময় ভ্রাম্যমাণ আদালতে সঙ্গে ছিলেন পুলিশ বিভাগের সদস্য এবং স্যানিটারি ইন্সপেক্টর।