ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উদ্যোগে কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় চান্দুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কৃষকদের প্রশিক্ষণে ( বিএডিসির) সহকারি প্রকৌশলী ( সেচ) মো: মফিজুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত।
উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নের ৩০ জন কৃষকগণ এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে কৃষকদেরকে সেচ ব্যবস্থাপনা, সেচ যন্ত্র রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ , কৃষি ক্ষেত্রে নানা ধরনের পোকার আক্রমণ রোগবালাই ও এর প্রতিকার সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান এ এম সামিউল হক চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আশরাফুল আলম প্রমুখ।