আখাউড়ায় আইন মন্ত্রীর পিতা এড.সিরাজুল হক বাচ্চুর মৃত্যু বার্ষিকী পালিত

0
907

আখাউড়া প্রতিনিধিঃ-

মহান স্বাধীনতা যুদ্ধের বিশিষ্ঠ সংগঠক ও উপমহাদেশের প্রখ্যাত আইনজীবি ও রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ এর প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ আওয়ামিলীগ এর প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্থ ও ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম, পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়ার ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার ২৮শে অক্টোবর দুপুরে আখাউড়া পৌরসভা মিলনায়তনে কোরআন খানি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয় মু্ক্তিযোদ্ধের বিশিষ্ঠ সংগঠক সিরাজুল হক বাচ্চুর মৃত্যু বার্ষিকী।

এসময় কোরআনখানি সভায় উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামিলীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য একে এম আতাউর রহমান নাজিম, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নি রবাহী অফিসার নুর-এ আলম,উপজেলা চেয়ারম্যান আবুল কাসেশ ভূইয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুরাদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, দক্ষিণ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জালাল সহ বাংলাদেশ আওয়ামিলীগ আখাউড়া উপজেলা শাখার সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।