ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারী চালিত দুই রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত-১

0
639

আশুগঞ্জ প্রতিনিধিঃ-

ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ সড়কের আশুগঞ্জ উপজেলার প্রেমতলা নামক স্থানে ব্যাটারী চালিত দুটি রিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৪জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়,শনিবার বেলা সাড়ে ১১টায় আশুগঞ্জ বাজার থেকে ব্যাটারী চালিত রিক্সা যোগে নিজ বাড়ি প্রেমতলা যাওয়ার পথে ভবানীপুর নামক স্থানে পৌছার পর বিপরীত দিক থেকে আসা অন্য একটি ব্যাটারী চালিত রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে গোলাম রব্বানী নামে এক (৫০) লোক গুরুতর আহত হয়।আশেপাশের লোকজন গুরুতর আহত রব্বানীকে উদ্ধার করে আশুগঞ্জের ম্যাডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসক রব্বানীকে মৃত ঘোষনা করে।এতে নিহত হওয়া গোলাম রব্বানীর পরিবারের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এবিষয়ে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মসদ জাবেদ মাহমুদ বলেন,এক্সিডেন্টের ঘটনার কথা শুনেছি।তবে এ বিষয়ে কোন অভিযোগ পায়নি।অভিযোগ পেলে তদন্ত কওে ব্যবস্থা নেওয়া হবে।