প্রিয় নিউজে সেরা রির্পোটার এস এম টিপু চৌধুরী

0
604

প্রিয়নিউজ টোয়েন্টিফোরে প্রকাশিত তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য ২০২০ সালের অক্টোবর মাসের সেরা প্রতিবেদক হিসেবে এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) স্বীকৃতিপত্র লাভ করেছেন।

সেরা প্রতিবেদন, ব্রেকিং রিপোর্ট, সর্বাধিক পঠিত ক্যাটাগরিতে পুরস্কৃতদের মধ্যে সারা দেশে অক্টোবর মাসে সেরা রির্পোটার হিসেবে স্থান অর্জন করেন এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)।

প্রিয়নিউজ টোয়েন্টিফোরের প্রকাশক ও সম্পাদক সিরাজুল ইসলাম। প্রিয়নিউজ টোয়েন্টিফোর পরিবারের পক্ষে পুরস্কৃতদের অভিনন্দন জানান নির্বাহী সম্পাদক আল
আমিন ভূঁইয়া।

১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সেরা পাঁচ জন পুরস্কার পেয়েছেন। সেরা পাঁচজনের মধ্যে এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ১৪২টি কন্টেন্ট দিয়ে সেরা প্রতিবেদকের স্থান অর্জন করেন।

ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতিমাসে প্রকাশিত সংবাদগুলোর মধ্য থেকে ফিচার নিউজ, সেরা প্রতিবেদন, ব্রেকিং রিপোর্ট, সর্বাধিক পঠিত এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদকদের প্রশংসাপত্র দিয়ে থাকে প্রিয়নিউজ টোয়েন্টিফোর।