নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক না পড়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ জনকে অর্থদণ্ড করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ভঙ্গ করায় ১৫ জনকে ১৫টি মামলায় ৪ হাজার ৮শ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান।
এসময় তিনি হতদরিদ্র জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ ভবনে কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সচেতনতামূলক বিজ্ঞাপন ও মাস্ক পরিধান করা ও মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান।