মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), সেবায়, মানবতায়, শ্রদ্ধা ও ভালবাসার অগ্রযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩৯তম বিসিএস চিকিৎসকদের এক বৎসর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কেটে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ অভিজিৎ রায়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডাঃ শফিকুল ইসলাম। পরে ফলজ, বনজ ও ঔষুধী বৃক্ষের চারা রোপন করা হয়। পরে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান চিকিৎসকরা। পরে হল রুমে এক ঝাঁক তরুন চিকিৎসকের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে করোনা মহামারীকালীন সময়ে চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে নিহত সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অবদান শ্রদ্ধা ভরি স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। জানা গেছে ডাক্তার অভিজিৎ রায় অত্র হাসপাতালে যোগদানের পর থেকে তার সুদক্ষ পরিচালনায় ও নির্দেশে এক ন ঝাঁক তরুন চিকিৎসকের ঐকান্তিক প্রচেষ্ঠায় অত্র হাসপাতালে চিকিৎসায় আমুল পরিবর্তন আসে। এ বিষয়ে ডাক্তার অভিজিৎ রায়কে ৩৯তম বিসিএস চিকিৎসকদের পক্ষ থেকে স্মারক স্মৃতি প্রদান করা হয়। অনুষ্ঠান টি ও পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন ডাঃ বিলকিছ হাবিব।