বিজয় দিবসে নিজস্ব অর্থায়নে হাসপাতালে রোগীদের মাঝে উন্নত মানের খাবার ও মিষ্টি বিতরণ করেন সাংসদ বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

0
604

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে সরকারী সকল কর্মসূচীর শেষে,ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সকল রোগীদের মাঝে নিজস্ব অর্থায়নে উন্নতমানের খাবার,দেশী মুরগীর মাংস, বড় মাছ, ডিম ও মিষ্টি বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া-১, সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব বি,এস ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। তাছাড়াও তিনি এ বিজয়ের মাসে জনগণের স্বাস্থ্য সেবার মান আধুনিকায়নের জন্য হাসপাতালে কর্মরত প্রত্যেক সিএইচসিপিগণের মাঝে ল্যাপটপ, প্রতিবন্ধীদের যাতায়াতের সুবিধার জন্য তাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। তাছাড়াও হরিপুর ইউনিয়নের জমিদার বাড়ীতে আশ্রয় নেয়া ১০টি অসহায় দরিদ্র পরিবারের বসবাসের জন্য মিলনপুর গুচ্ছগ্রামে ১০টি পাকা ঘরের চাবি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে হস্তান্তর করেন,অপরদিকেএকই ইউনিয়নের নরহা গুচ্ছগ্রাম প্রকল্পের কাজের শুভ উদ্ভোধন করেন।