নাসিরনগর শিশুদের মাঝে ডায়রিয়ার প্রকোপ

0
645

মোঃ অাব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া,,জেলার নাসিরনগরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ১ লা জানুযারী থেকে অাজ পর্যন্ত ২০দিনে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ২৩০ জন শিশু রোগী ভর্তি হয়েছে। অন্তর্বিভাগ ও বহির্বিভাগে মিলে চিকিৎসাসেবা নিয়েছে শতাধিক। স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে প্রতিদিন ভর্তি হচ্ছে ১৫ জন ডায়রিয়ার রোগী । ডায়রিয়া আক্রান্তদের বেশির ভাগই ১থেকে ৫ বছরের শিশু।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নয়ন মনি জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতি ঘন্টায় ১ জন শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ভর্তি হওয়া রোগীদের সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার বুড়িশ্বর থেকে আগত ফেরুমিয়ার ছেলে ফাহিম (৬ মাস) ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়, (২) আশরাইলের ইনচান মিয়ার( ১ বছরের) শিশু সন্তান শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে। শিশুদের অভিভাবকরা জানান, গত কয়েক দিনের ঠাণ্ডায় শিশুদের পাতলা পায়খানার সাথে বমি করা শুরু করলে চিকিৎসার জন্য তারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসেন। দু-তিন দিন ধরে এখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, প্রচন্ড ঠাণ্ডায় রোটা ভাইরাস দেখা দেওয়ায় শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের পানি শূন্যতা পূরণের পাশাপাশি জিংক দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, শিশুদের ডায়রিয়া থেকে রক্ষা করতে হলে অবশ্যই অভিভাবকদের সচেতন হতে হবে। পরিষ্কার -পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফুটানো পানি পান করাতে হবে। তাছাড়া ঠাণ্ডা ও বাসী খাবার খাওয়ানো থেকে বিরত রাখতে হবে।