ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ৪২ কেজি গাঁজা এবং নারী পাচারকারী ৯ জন কে আটক করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে আশুগঞ্জ উপজেলা পর্যন্ত বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- আলামিন (২৫), শরিফ মিয়া (২৪), সুজন মিয়া (২৬), রফিকুল ইসলাম (২৩), হারুন-অর-রশীদ (২৮), জসীম মিয়া (২৪), বাদশা মিয়া (৩৫), পারভেজ মিয়া (২১) ও হেনা আক্তার (৩৫)।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো।
এ সময় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ ওই নয় জনকে আটক করা হয়। এ সব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।