ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষানগরী খ্যাত বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউসি) ডিডি প্রশাসন, NCTB এর সদস্য এবং সহকারী অধ্যাপক ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মোহাম্মদ রুহুল মমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
আজ শনিবার (৩০জানুয়ারি) দুপুরে ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের বিভিন্ন ভবন,শ্রেনী কক্ষ, লাইব্রেরী, অফিস কক্ষ সরেজমিনে পরিদর্শন করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষুদ্রপরিসরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আলজাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউসি) ডিডি প্রশাসন, NCTB এর সদস্য এবং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল মমিন।
ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইমরান খাঁনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিটিবি সদস্য ও ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের সহকারি অধ্যাপক মোঃ শাহবাজ রিয়াদ,এনসিটিবি সদস্য ও সহকারি অধ্যাপক ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ সহকারি অধ্যাপক বাবু রঞ্জিত পোদ্দার, কুমিল্লা লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামি, সহকারি অধ্যাপক, বাংলা বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক,বাংলা বিভাগ রীতা চক্রবর্তী, কুমিল্লা মুরাদনগর হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক,মিন্টু রঞ্জন কর্মকার, বিজয়নগর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, কুমিল্লা সদর মিনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তনুজা রায়, বিশিষ্ট ব্যবসায়ী ওয়ালীউল্লাহ রিপন মো: ওমর ফারুক, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর আহবায়ক এস এম কামরুল হাসান শান্ত, যুগ্ম আহবায়ক সাংবাদিক এস এম টিপু চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে আঞ্চলিক ও স্কুলকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অত্র স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ এনায়েতুল্লাহ নেতৃত্বে বিদ্যালের ছাত্রছাত্রীর একটি সাংস্কৃতিক দল।
ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইমরান খাঁন অতিথিদের প্রতিষ্ঠানের ২০২১ সালের ক্যালেন্ডার ও উপহার সামগ্রী প্রদান করেন।