ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা ২নং চান্দুরা ইউনিয়নের রামপুর বাস স্ট্যান্ড নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই এ দুঘটনা ঘটে।
আজ (১৩মার্চ) সকাল ১২ টা উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর বাস স্ট্যান্ড এলাকায় ইট বোঝাই একটি ট্রাক রামপুর বাজার দিয়ে হাইওয়ে রুটে উঠে গাড়িটি গোড়ানোর সময় ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে গাড়ীটি নিচে পরে যায়।
রুটের পাশে ছোট টং দোকানটি ইট বোঝাই ট্রাকের চাপা পরে।
ছোট টং দোকানে থাকা উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের মুতুজ আলীর ছেলে মোঃ তুহিন মিয়া ইট বোঝাই ট্রাকের চাপায় পরে গুরুতর আহত হলে স্থানীয় জনগণ উদ্ধার করে রামপুর বাজারে স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা গ্রহন করিয়ে বিজয়নগর থানার পুলিশ ও হাইওয়ে পুলিশরের সহযোগিতায় সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
উক্ত দুর্ঘটনা বিষয়টি স্থানীয় জনগন ও হাইওয়ে পুলিশ নিশ্চিত করেন