ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাব মিলনায়তনে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একযুগে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
সাংবাদিক রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন , সাংবাদিক মঞ্জুরুল আলম, কবি জয়দুল হোসেন, সুপানুল ইসলাম,সাহাদাত হোসেন, আ,ফ,ম, কাওসার ইমরান, দীপক চৌধুরী বাপ্পি, আঃ নূর, ও বাহারুল ইসলাম মোল্লাসহ আরো অনেকেই, সাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন বেলাল।
আলোচনা শেষে অতিথীদের নিয়ে কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা জানান, বাংলাদেশ প্রতিদিন মানুষ পড়ে তার অন্যতম কারণ অল্প শব্দের মধ্যে অনেক বড় একটি ঘটনাকে সুন্দর করে উপস্থাপন করা। কাগজটি তাদের অতিতের সুনাম অক্ষুণ্য রেখে সমস্যা, সুবিধা, সামাজিক, রাজনৈতিক, সাস্কৃতিক সার্বিক বিষয়ে কাজ করে যাবে এই প্রত্যাশা করেন।