বিজয়নগর প্রতিনিধি:
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউল হক বকুল এর উদ্যাগে শুক্রবার পবিত্র জুম্মার দিনে জুমআ নামাজ শেষে ইছাপুরা ইউনিয়নের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যেদের আত্নার শান্তি কামনা সহ মাননীয় প্রধানমন্ত্রী দেশেরত্ন শেখ হাসিনা ও তার পরিবার এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও কোভিট-১৯ মহামারি করোনা ভাইরাসের হাত থেকে যেন আল্লাহ পাক রাব্বুল আলআমিন সবাইকে নিরাপদ ও সুন্দর এবং ভালো রাখেন সৃষ্টিকর্তার নিকট বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রত্যেক মসজিদের মুসল্লিদের নিকট তবারক বিতরণ করা হয়।