বিজয়নগরে প্রায় ৭কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।।

0
1313

ব্রাক্ষণবাড়িয়ার বিজযনগরে ৬কেজি ৮০০গ্রাম গাঁজাসহ সাচ্চু মিয়া(২১)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানার পুলিশ।

আজ শনিবার (৩ এপ্রিল)সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী উত্তর  মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাচ্চু মিয়া উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর ওয়ালি মিয়ার বাড়ির আবু কালামের ছেলে।

পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে এস,আই বিশ্ব দেবের নেতৃত্বে আজ সকালে উপজেলার আমতলী উত্তর মোড় থেকে  বাজার থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এই ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতিকুর রহমান বলেন,আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে   থানায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।