লকডাউনেও জমে উঠেছে দেওয়ানবাজার পশুর হাট

0
773

করোনা মহামারী দ্বিতীয় ডেউের মধ্যে সরকার ঘোষিত লকডাউন চললেও বিজয়নগর উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারে জমে উঠেছে ছাগল,গরু ও মহিষের হাট।

আজ (১৯ এপ্রিল) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ দেওয়ান বাজারে ভূমি অফিসের প্রাঙ্গণে পশুরহাটের ক্রেতা-বিক্রেতার উচ্ছে পড়া ভিড়।

ক্রেতা বিক্রেতার কারোই নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। নেই মুখে মাক্স, স্যানিটাইজার ব্যবস্থা। বাজার ঘুরে বর্তমান করোনা পরিস্থিতি কোন লক্ষণেই বুঝা যায়নি।

পশুর হাটের ইজারাদারের পক্ষ থেকে নেই কোনো স্বাস্থ্যবিধির সতর্কতামূলক প্রচার অভিযান। নেই স্বাস্থ্য বিধি মানার কোন স্যানিটেশন,হাত ধুয়ার ব্যবস্থা।

উক্ত বাজারে বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থান থেকে ও পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে নির্বিঘ্নে কয়েক হাজার ক্রেতা বিক্রেতা একত্রিত হয়।

পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের একজন বিক্রেতা আবুল মিয়া বিজয়নগর টোয়েন্টিফোর ডট কমকে জানান, আমাদের উপজেলায় এখন করোনার কারনে বিভিন্ন বাজার নিয়মিত বসে না, বসলেও ক্রেতা পাওয়া যায় না।এই দেওয়ান বাজারটি দুই উপজেলার মধ্যস্থানে হওয়ায় ক্রেতা বেশী আসে তাই এখানে গরু বিক্রি করতে আসি।

এব্যাপারে বাজারের ইজারদার মোঃ আজিজ মিয়া জানান,সরকারিভাবে বন্ধের জন্য আমাদের কাছে কোন ধরনের চিঠি আসে নাই। তাছাড়া লকডাউন বাজারেতো মানুষেই আসেনা।ঠিক মত আমরাও আসি না।

আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলব বলে সে ফোন কেটে দেয়।