বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযানে ভিটিদাউদপুর এলাকা থেকে ৪০ কেজি গাঁজা, ০১ টি পিকআপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ (২০ জুন) সকাল ১১ টায় বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার থেকে চম্পকনগর রোডে ভিটিদাউদপুর খেলার মাঠের কাছ থেকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আনোয়ার হোসেন (৩২), ও ছতুরপুর এলাকার লাবু মিয়ার ছেলে মোঃ শাহ আলম (৩৮)।
আউলিয়া বাজার ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আউলিয়া বাজার টু চম্পকনগর পাকা রাস্তার ভিটিদাউদপুর গ্রামে খেলার মাঠের সামনে ০১ টি কাঠের গুঁড়া বোঝাই পিকআপ ট্রাকে তল্লাশি করে পিকআপে থাকা ১২ বস্তা কাঠের গুঁড়া এর মধ্যে ০৫ টি বস্তার ভেতরে বিশেষ কায়দায় রাখা সর্ব মোট ৪০ কেজি গাঁজাসহ ০২ জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।