নাসিরনগরে ২১৩ জন জেলে সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান।

0
523

আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া),১০ জুলাই ২০২১ রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সরকারী ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস প্রার্দুভাবের কারণে চলমান বিধিনিষেধে কর্মহীন অসহায় দুস্থ ২১৩ জন জেলে পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপত্বিতে অনুষ্ঠিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল ইয়াজ হোসেন ফয়েজ চিশতী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা নির্মল চৌধুরী, আওয়ামীলীগ নেতা সামছুল কিবরিয়া রেজা (হাকিম), মোঃ আক্তার মিয়া ও বকুল চৌধুরী প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।