মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া), জেলার নাসিরনগর উপজেলা যুবলীগের উদ্যোগে বৈশ্বিক মহামাড়ি করোনা কালীন সময়ে জনগণকে সচেতন করতে বাহ্মণবাড়িয়া-১, সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপির দিক নিদের্শনা ও সার্বিক সহযোগিতায় উপজেলার ১৩টি ইউনিয়নে মাক্স ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১১ জুলাই ২০২১ রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় নাসিরনগরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির আহবায়ক রায়হান আলী ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুন জ্যোতি ভট্ট্রাচার্য্য,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অঞ্জন কুমার দেব প্রস্তাবিত উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ভানু চন্দ্র দেব, যুবলীগ নেতা মহিদুজ্জামান টিটু, মোজাম্মেল হক দানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বশির আল হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নির্মল চৌধুরী ও সাখাওয়াত হোসেন। তাছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ড মিডিয়ার সাংবাদিকরা।
