
মোঃ অাব্দুল হান্নানঃনাসিরনগর ব্রাহ্মণবাড়িয়াঃজেলার নাসিরনগর উপজেলার তিতাস নদীর (আপার) অংশের পুনঃখনন প্রকল্পের কাজের ভার্চুয়ালী শুভ উদ্বোধন করা হয়েছে।
১২ জুলাই ২০২১ রোজ সোমবার সকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা কবর স্থান সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ সংসদীয় ২৪৩ নাসিরনগর অাসনের মাননীয় সংসদ সদস্য অালহাজ্ব বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।
বিশেষ অতিথি ছিলেন, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ জ্যােতি ভট্টাচার্য। কুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ভূইয়া।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক (২) মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, যুগ্ম আহবায়ক মোঃ মহিদুজ্জামান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নির্মল চৌধুরী, ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দিন রানা, মোঃ মুখলেছুর রহমান পান্না,মোঃ ইমাম হোসেন, সামছু মেম্বার, আব্দুল জলিল, শেখ রাসেল স্মৃতি সংসদের আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন। অনুষ্টান শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।