আজ করোনায় মৃত্যু দুইশ জনের উপরে

0
564

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৮৯ জনের।

আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৬৯ জন।মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩  হাজার ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ।

অনলাইন সংস্করণ