কুরবানি দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

0
673

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় কোরবানির গরু জবাই দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে শাহাদাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুলাই) ঈদের দিন সকালে ঘটনাটি ঘটে।পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে দিনগত রাত ২টার দিকে মারা যায় শাহাদাত।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে এই বিষয়ে কথা হয় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলমের সঙ্গে।

তিনি জানান, গতকাল ঈদের দিন মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় একটি দ্বিতীয় তলার বাসার ছাদে দাঁড়িয়ে নিচে গরু কোরবানি দেখছিল ঐ শিশুটি। একপর্যায়ে ছাদের রেলিং না থাকায় পা পিছলে নিচে পড়ে যায়।পড়ে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে হাসপাতালে ভর্তি করা হলে রাত আনুমানিক দুইটার দিকে শিশুটি মারা যায়।

নিহত শিশুর বাবার নাম হারুন হাওলাদার। তাদের গ্রামের বাড়ি বরগুনা বেতাগী ভোলানাথপুর গ্রামে।  
নিহত শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনলাইন সংস্করণ