রাজধানীর ধামরাইয়ে গভীর রাতের তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় মো. ফরহাদ হোসেন (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মৃত্যুর এ ঘটনা ঘটেছে। ফরহাদ হোসেন ধামরাই পৌর শহরের বরাতনগর মহল্লার বাসিন্দা ও ধামরাই থানার সামনে কুমিল্লা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ম. ফরহাদ হোসেন কুমিল্লা জেলা সদরের বাসিন্দা। ঢাকা জেলার ধামরাইয়ে স্বনির্ভর বাংলাদেশ আন্দোলন নামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। এনজিওর সুদের ব্যবসার কারণে চাকরি ছেড়ে ধামরাই থানার সামনে কুমিল্লা ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসা শুরু করেন।
ফরহাদের স্ত্রী বলেন, প্রতি রাতেই ফরহাদ হোসেন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত ১০টায় আমি ও আমার মেয়ে ঘুমিয়ে পড়ি। রাত গভীরকালে হঠাৎ হাউমাউ কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে যায়। এরপর দেখি কলেমা পড়তে পড়তে মৃত্যুকোলে ঢলে পড়েন আমার স্বামী ফরহাদ। পরে দ্রুত লোকজনকে ডাকাডাকি করে আমাদের আনি। সবাই মিলে রসুন তেল গরম করে তার শরীর ও হাতে-পায়ে মালিশ করলেও তার আর জ্ঞান ফেরেনি। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনলাইন সংস্করণ