সাংবাদিক মনির দম্পতির করোনা মুক্তি কামনায় দোয়া মাহফিল

0
645

ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহবায়ক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যকরী সদস্য, বিশিষ্ট বাচিক শিল্পী দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন ও তার সহধর্মিণী তিতাস আবৃত্তি সংসদের সমন্নয়ক, বাংলাদেশ টেলিভিশন “ক” শ্রেণীভূক্ত বাচিক শিল্পী  রোকিয়া দস্তগীর এর করোনা থেকে রোগ মুক্তি কামনায় স্বাস্থ্যবিধি মেনে বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ (৩১জুলাই) শনিবার ১২ টার সময় বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এস এম কামরুল হাসান শান্তের সভাপতিত্বে ও মাওঃ সাহেদ আলীর পরিচালনায় প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন  করা হয়।

এসময়ে উপস্থিত ছিল, আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইমরান খাঁন, বিশিষ্ট প্রবাসী সমাজসেবক মোঃ বাবুল মিয়া, এস আই মোঃ সাইদুল হক, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মুহাম্মদ মহসিন আলী, আহবায়ক সদস্য মোস্তফা কামাল সোহেল, মোঃ সেলিম চৌধুরী, মোহাম্মদ হাবিব, কাজী আল আমিন, মোঃ হোসাইন আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবুল মিয়া ও মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

অনলাইন সংস্করণ