মোঃ অাব্দুল হান্নানঃ ২ অাগষ্ট রোজ সোমবার বিকেল অনুমান ৫ ঘটিকার সময় নাসিরসগর থানা পুলিশের এস অাই রুপন দেবনাথ গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে হরিপুর ও গুনিয়াউকের মধ্যবর্তী স্থানের এক বাড়ি থেকে ২১ পিস মরণনেশা ইয়াবা সহ হরিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দোলনের ভাই কালনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে অাসে।জানা গেছে কালন তার বড় ভাই হরিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দোলনের ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে অাসছিল।কালনের ভয়ে এলাকার কেউ মুখ খোলতে নারাজ।এস অাই রুপন দেব নাথ জানায় কালনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অাইনে মামলা দিয়ে অাদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।