মোঃ হোসাইন আলমগীর : বিজয়নগর উপজেলায় ইউনিয়ন ভিত্তিক টিকা প্রদানের নির্দেশনা প্রদান করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) কর্তৃপক্ষ যা নিম্নে হুবহু তুলে ধরা হলো :
প্রিয় বিজয়নগর এলাকাবাসী আসসালামুলাইকুম,
ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদানের সর্বশেষ নির্দেশনাঃ💉💉💉💉💉
২৫ বছর উর্ধ্ব ব্যাক্তিদেরই কেবল টিকা প্রদান করা হবে, এর নীচে কোনক্রমেই নয়।
টিকা প্রাপ্তির জন্য প্রত্যেককে রেজিস্ট্রেশন পূর্বক টিকা কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। মোবাইলে মেসেজ প্রাপ্তির প্রয়োজন নেই।
ক্যাম্পেইন কেবল একদিনই অনুষ্ঠিত হবে, সেটা আগামী ৭ তারিখ রোজ শনিবার।প্রত্যেক ইউনিয়ন কমপ্লেক্স এ সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকা দেওয়া হবে।
ক্যাম্পেইনের দিন ৬০০ জনকে টিকা প্রদান করা হবে, এরপরেও রেজিস্ট্রিকৃত কেউ বাকি থাকলে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে পারবেন।
এক মাস পর অর্থাৎ আগামী মাসে পুনরায় ক্যাম্পেইন হবে, যেখানে এমাসে যাদেরকে ১ম ডোজ প্রদান করা হবে কেবলমাত্র তাদেরকেই ২য় ডোজ দেয়া হবে।
উক্ত সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত টিকাদান অব্যাহত থাকবে, রেজিস্ট্রেশন করে মেসেজ প্রাপ্তি সাপেক্ষে টিকা কার্ড নিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।
ধন্যবাদ
ডাঃ মোঃ মাছুম
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা
বিজয়নগর,ব্রাহ্মণবাড়িয়া।