দাড়িয়াপুর থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ আটক ১

0
1921

বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ১ যুবক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ।

আজ (১৭ আগস্ট) মঙ্গলবার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান এর নির্দেশে এস.আই পিযুষ ক্রান্তি এর নেতৃত্ব এস.আই মেহেদী হাসান ও এ.এস.আই ওয়াদুদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিক্রির উদ্দেশ্যে বহন করা একটি কাঁধ ব্যাগ থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ যুবককে আটক করা হয়।

আটককৃত যুবক হলেন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের লক্ষিমুড়ার গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে আনিছ ভূঁইয়া (২৩) ।

সাড়ে ৬ কেজি গাঁজাসহ ১ যুবক মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান-“গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি টিম উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর এলাকা থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।”

অভিযুুক্ত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (খ) ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে।