বিজয়নগরের নতুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম

0
698

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে মোঃ সাজেদুল ইসলামকে। তিনি বিদায়ী ইউএনও কাজী মোঃ ইয়াসির আরাফাতের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে, মো.সাজেদুল ইসলাম মন্ত্রীপরিষদ বিভাগের তোশাখানা শাখার উপপরিচালক(সিনিয়র সহকারি সচিব)ছিল হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ জুলাই তাঁকে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়।

উল্লেখ্য বিদায়ী বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাতকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদানের নির্দেশ প্রদান করেন।