মুকুন্দপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

0
1324

বিজয়নগরে মাদক মামলার আলম মিয়া নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র।

আজ (১৯ আগস্ট) বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হল উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামের মৃত ইউনূস মিয়ার ছেলে আলম মিয়া (৪০)

আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ মনিরুল ইসলাম জানান, মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলম মিয়াকে মুকুন্দপুর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে মাদক মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। সে এলাকাতে মাদক ব্যবসায়ী বলে পরিচিত। আসামিকে কোর্টের মাধ্যমে জেলে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।